ভারত জোড়ো যাত্রা শেষ করার পরে ভারতীয় রাজনীতিতে ফের ভেসে উঠেছিল রাহুল গান্ধির নাম৷ যদিও ভোট বাক্সে এই ভারত জোড়ো যাত্রা যে বড় একটা প্রভাব পড়েছিল এমনটা বলা যায় না৷ তবে লোকসভার নির্বাচনে আগে ফের সেই যাত্রাকেই ‘অস্ত্র’ হিসাবে বেছে নিল কংগ্রেস৷ বেছে নিলেন রাহুল গান্ধি৷ ‘অশান্ত’ মণিপুর রাজ্য থেকে রবিবার ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ শুরু করলেন রাহুল৷ মণিপুরের থৌবল জেলা থেকে শুরু হবে রাহুলের এই যাত্রা। ৬৭ দিন ধরে ১৫টি রাজ্যের ১১০টি জেলা ছুঁয়ে মার্চের ২০-২১ তারিখে মুম্বইয়ে পৌঁছে এই যাত্রা শেষ হবে বলে জানা গিয়েছে। তবে প্রথম ‘ভারত জোড়ো’-র মতো সম্পূর্ণ পথ পায়ে হেঁটে নয়, খানিক পায়ে হেঁটে এবং খানিক বাসে চেপে এই যাত্রায় শামিল হবেন কংগ্রেসের কর্মী-সমর্থকেরা।