যোধ্যায় যেদিন রামমন্দিরের উদ্বোধন হবে, সেদিনই কলকাতায় সম্প্রীতি মিছিল করবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ মঙ্গলবার তিনি এই ঘোষণা করেছেন ৷ তিনি জানিয়েছেন, আগামী ২২ জানুয়ারি হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত ওই সম্প্রীতি মিছিল করবে তৃণমূল ৷ মিছিল হাজরা থেকে শুরু হওয়ার আগে কালীঘাট মন্দিরে পুজো দেবেন তিনি ৷ সর্বধর্মের মানুষ ওই মিছিলে থাকবেন ৷ পাশাপাশি জেলায় জেলায় ওই দিন দুপুর 3টেয় এই মিছিল আয়োজন করার কথাও বলেছেন তিনি ৷