বড়সড় রদবদল হল কলকাতা পুলিশে। একসঙ্গে বদলি হলেন ৬০ ওসি এবং অ্যাডিশনাল ওসি পর্যায়ের আধিকারিকরা। শহরের বিভিন্ন থানায় বদলি করা হয়েছে তাঁদের। বদলি হওয়া এই আধিকারিকরা সকলেই ইন্সপেক্টর পদমর্যাদার। এঁদের মধ্যে বড়বাজার থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুপ্রিয়কুমার পালকে পাঠানো হয়েছে জোড়াবাগান থানার দায়িত্বে। জোড়াসাঁকো থানার ওসি তন্ময় সামুইকে দেওয়া হয়েছে গার্ডেনরিচ থানার দায়িত্ব। নিউ আলিপুর থানার ওসি শৈবাল রায় হয়েছেন পূর্ব যাদবপুর থানার ওসি। কলকাতা পুলিশের অধীনে থাকা জোড়াসাঁকো, কড়েয়া, গার্ডেনরিচ, এন্টালি, ট্যাংরা, চিৎপুর সহ একাধিক থানার অফিসারদের রদবদল করা হয়েছে। লোকসভা নির্বাচনের আগে এই রদবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত সুশান্ত কুণ্ডু হয়েছেন তারাতলা থানার ওসি। তারাতলা থানার অ্যাডিশনাল ওসি সরন লামা নেতাজি নগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক। পার্কস্ট্রিট থানার ভারপ্রাপ্ত আধিকারিক জয়ন্তী মুখার্জিকে গোয়েন্দা বিভাগে পাঠানো হয়েছে। এই আধিকারিকরা ছাড়াও বদলি হয়েছেন অন্যান্য আধিকারিকরা। কলকাতা পুলিশের পাশাপাশি এদিন রাজ্য পুলিশের ২৮৫ জন অফিসারকে বদলির নির্দেশও দেওয়া হয়েছে।উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে শুধুমাত্র কলকাতা পুলিশেই নয়। ইতিমধ্যেই বদলি প্রক্রিয়া শুরু হয়েছে রাজ্য পুলিশেও।


