দেশ

Budget 2024 : যাত্রীদের সুবিধা দিতে ৪০হাজার সাধারণ রেলের কোচ বন্দে-ভারত গুণমানসম্মত করা হবেঃ নির্মলা সীতারামন

৪০ হাজার সাধারণ রেল কোচ বন্দে ভারত গুণমানসম্মত করা হবে। রেলের উন্নয়নের উপর জোর দিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ অন্তর্বর্তী বাজেট ২০২৪-২৫ পেশ করার সময় বলেন, যাত্রীদের নিরাপত্তা, আরাম এবং সুবিধার জন্য ৪০ হাজারটি সাধারণ রেল কোচকে বন্দে ভারত স্ট্যান্ডার্ডে রূপান্তর করা হবে। বাজেট পেশের সময় অর্থমন্ত্রী আরও বলেন, তিনটি প্রধান অর্থনৈতিক রেল করিডোর কর্মসূচি, জ্বালানি, খনিজ , সিমেন্ট করিডোর, বন্দর সংযোগ করিডোর এবং উচ্চ ট্রাফিক ঘনত্ব করিডোর বাস্তবায়ন করা হবে। এই তিনটি অর্থনৈতিক করিডোর প্রোগ্রাম আমাদের জিডিপি বৃদ্ধি করবে।