কলকাতাঃ রাজ্য বাজেট পেশের শুরুতেই চমক। সম্ভাবনা একটা ছিল-ই। আর তাতেই শিলমোহর পড়ল অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেট বক্তৃতায়। লোকসভা ভোটের মুখে বাড়ানো হল লক্ষ্মীর ভান্ডারের টাকা। জেনারেল ক্যাটেগরির ক্ষেত্রে একেবারে দ্বিগুণ করা হল লক্ষ্মীর ভান্ডারের টাকা। আগে জেনারেল ক্যাটেগরির মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ ছিল ৫০০ টাকা। সেই টাকা একেবারে বাড়িয়ে দ্বিগুণ করা হল। জেনারেল ক্যাটেগরির মহিলারা এবার থেকে লক্ষ্মীর ভান্ডারে ১০০০ টাকা করে পাবেন। বাড়ানো হয়েছে তফশিলি জাতি-উপজাতির মহিলাদের টাকাও। তফশিলি জাতি-উপজাতির মহিলাদের ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়ে ১২০০ করা হয়েছে। আগে এটাই ছিল ১০০০ টাকা। লক্ষ্মীর ভান্ডারে ভাতার টাকা বাড়ানোর জন্য বাড়ানো হল লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দের পরিমাণ। অতিরিক্ত ১২,০০০ কোটি টাকা বরাদ্দ হল লক্ষ্মীর ভান্ডারে।