দেশ

Japan Earthquake : ফের ভূমিকম্প জাপানে, রিখটার স্কেলে ৪.৭

নতুন বছর পড়তেই জাপানে একের পর এক ভূমিকম্প চোখ রাঙিয়েছে। প্রাণ কেড়েছে বহু মানুষের। বিপুল ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে সে দেশ। মাথার ছাদ হারিয়েছে কতশত মানুষ। রবিবার ফের কেঁপে উঠল ভূমিকম্প প্রবন দেশ জাপান। জাপানের ইশিকাওয়া প্রিফেকচারের নোটো অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে স্থানীয়দের। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৭। ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার।