জেলা

আজ ফের সন্দেশখালি যাবেন বিজেপি বিধায়করা

আজ, বৃহস্পতিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির ৩০ জন বিধায়ক সন্দেশখালি যাবেন। বিধানসভা থেকে সন্দেশখালির উদ্দেশ্যে রওনা দেবেন তাঁরা। এদিকে সন্দেশখালি ইস্যুর পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে পুলিশি হেনস্থার অভিযোগে আজ, বৃহস্পতিবার রাজ্যজুড়ে এসপি ও সিপি অফিস ঘেরাও- বিক্ষোভ অভিযানের ডাক দিয়েছে রাজ্য বিজেপি। বঙ্গ পদ্ম শিবিরের অভিযোগ, সন্দেশখালিতে গ্রামবাসীদের একাংশের উপর যেভাবে অত্যাচার চলেছে এবং বিজেপি কর্মী সমর্থকদের গ্রেফতার করা হচ্ছে, তার প্রতিবাদেই আজ তারা পথে নামছে। পাশাপাশি সন্দেশখালির বেতাজ বাদসা শেখ শাহজাহান এখনও অধরা। শেখ শাহজাহানের গ্রেফতারের দাবিও জানানো হবে ৷ আজ রাজ্য জুড়ে পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারেট অফিসে বিজেপির বিক্ষোভ সমাবেশের মাধ্যমে। এদিকে বুধবার টাকিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে সন্দেশখালি যাওয়ার পথে যেভাবে পুলিশি বাধা এবং পুলিশি নির্যাতন করা হয়েছে সেই অভিযোগেও সরব হবে বিজেপি বলেও বিজেপি শিবির সূত্রের খবর।