ফের উত্তপ্ত মণিপুর ৷ এক কনস্টেবলের সাসপেনশনকে ঘিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আমজনতার সংঘর্ষ বাধে ৷ বৃহস্পতিবার রাতে রাজ্যের চুরাচন্দপুরে এসপি এবং ডিসির কার্যালয়ে হামলা চালায় একদল উন্মত্ত জনতা ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ৩০০-৪০০ জন সুপারিনটেনডেন্ট অফ পুলিশের কার্যালয়ে ভাঙচুরের চেষ্টা করে ৷ গাড়ি জ্বালিয়ে দেয়, সরকারি সম্পত্তিতে তছনছ করে ৷ এই অবস্থায় চুরাচন্দপুরে আগামী পাঁচ দিনের জন্য ইন্টারনেট সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন ৷ এই সংঘর্ষের সূত্রপাত চুরাচন্দপুর জেলার এক হেড কনস্টেবলকে সাসপেন্ড করা নিয়ে ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, তাঁকে কয়েকজন সশস্ত্র লোকের সঙ্গে দেখা গিয়েছে ৷ একটি ভিডিও ক্লিপে সেই দৃশ্য ধরা পড়েছে ৷ তাঁর সাসপেনশন তুলে নেওয়ার দাবিতে বিক্ষুব্ধ জনতা এসপি-র কার্যালয়ে চড়াও হয় ৷ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বিক্ষুব্ধ জনতা নিরাপত্তাবাহিনীর অনেকগুলি বাস, ট্রাক জ্বালিয়ে দেয় ৷ সেই সময় প্রতিবাদকারীদের রুখতে নিরাপত্তাবাহিনী কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়ে ৷ এখনও পরিস্থিতি উত্তপ্ত রয়েছে ৷