সন্দেশখালির পরিস্থিতি নিয়ে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। এই আবহে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী মাসেই রাজ্যে আসছেন তিনি। শুধু তাই নয়, উত্তর ২৪ পরগনাতেই প্রধানমন্ত্রী জনসভা করবেন বলেও সূত্র মারফৎ জানা যাচ্ছে। অন্যদিকে, বিজেপির রাষ্ট্রীয় অধিবেশনে সন্দেশখালির ঘটনা তুলে নিন্দায় সরব হলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সূত্রের খবর, আগামী ৭ মার্চ বাংলায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি উত্তর ২৪ পরগনার বারাসতে জনসভা করবেন। বারাসত থেকে বসিরহাটের সন্দেশখালির দূরত্ব খুব বেশি নয়। যখন সন্দেশখালি নিয়ে উত্তপ্ত গোটা রাজ্য, সেই সময় প্রধানমন্ত্রীর বারাসতে জনসভা বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছে রাজনৈতিক মহল। এছাড়া সামনেই লোকসভা নির্বাচন। স্বাভাবিকভাবেই ভোটের আগে প্রধানমন্ত্রীর বাংলা সফর এবং বারাসতে জনসভা নির্বাচনের দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন