অফিস টাইমে ফের যান্ত্রিক ত্রুটি। শুক্রবার সকালে শিয়ালদহ মেন লাইনে টিটাগড় ও বারাকপুর স্টেশনের কাছে আপ এবং ডাউন লাইনের মাঝে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সাময়িক বন্ধ থাকে রেল পরিষেবা। ফলে ভোগান্তির শিকার হন নিত্যযাত্রী থেকে পরীক্ষার্থীরা। জানা গেছে, এদিন সকাল ৮.৩০ মিনিট নাগাদ টিটাগড় ও বারাকপুর স্টেশনের মাঝে ১২ নম্বর রেলগেটের সামনে আপ ও ডাউন লাইনের মাঝে সিগন্যালিং সমস্যা ধরা পড়ে। তার জেরে আপ ও ডাউন লাইনে পরপর ট্রেন দাঁড়িয়ে যায়। কোনও ট্রেন স্টেশনে তো কোনও ট্রেন লাইনে দাঁড়িয়ে থাকে। রেল জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। প্রায় এক ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হলেও তা চলছে অত্যন্ত ধীরগতিতে। পরিস্থিতি পুরো স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে জানা গেছে।