পশ্চিমবঙ্গে বিজেপি ‘সাংগঠনিকভাবে দুর্বল’। সেই কারণে বার বার বাংলায় এসসি, এসটি কমিশনকে পাঠানো হচ্ছে। তাই বিজেপি নেতৃত্ব যতবার বাংলায় আসবেন, ততবার বাংলার মানুষ সিদ্ধান্ত নেবেন, গেরুয়া শিবিরকে ভোট না দেওয়ার।’ শুক্রবার এমনই মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল আরও বলেন, শিগগিরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় আসছেন। তাই প্রধানমন্ত্রী আসা পর্যন্ত সন্দেশখালির ইস্যুতে সজাগ করে রাখতে হবে বলে দিল্লি থেকে নির্দেশ এসেছে বাংলার বিজেপি নেতৃত্বের কাছে। এমনও মন্তব্য করতে শোনা যায় কুণাল ঘোষকে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ আজ লকেট চট্টোপাধ্যায়ের সন্দেশখালি প্রবেশের পথে উত্তেজনার ঘটনা প্রসঙ্গেও মুখ খোলেন। কুণাল ঘোষ বলেন, লকেট নিজের এলাকায় যান না। সন্দেশখালিতে গিয়েছিলেন ‘ফটোশ্যুট’ করতে।