আজ, রবিবার দুপুর ২ টো ৩০ মিনিট নাগাদ কল্যাণীর এইমস-কে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কল্যাণী এইমস উদ্বোধনের সময় সেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার, স্থানীয় বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এবং অন্যান্যেরা৷আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চুয়ালি উদ্বোধনের ঠিক আগেই এইমস কল্যাণীকে নিয়ে তৈরি হল বিতর্ক। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ দাবি করেছে, ‘‘হাসপাতালের পরিবেশগত কোনও ছাড়পত্র নেই।’’ কেন নেই তার ব্যাখ্যা দিয়ে পরিবেশ দফতরের বক্তব্য, ‘‘সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের রায়ের কারণেই এই ছাড়পত্র দেওয়া সম্ভব হচ্ছে না।’’