বিনোদন

SVF : চার সিনেমার শুভ ‘মহা মহুরৎ হল’ এসভিএফ-এ

একসঙ্গে চারটি সিনেমার শুভ মহরৎ হয়ে গেল এসভিএফ-এর। এদিন উপস্থিত ছিলেন চার ছবির চারজন বাঙালি পরিচালক। তাঁরা হলেন সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, দেবালয় ভট্টাচার্য এবং জয়দীপ মুখোপাধ্যায়। সৃজিতের ছবিটি একটি কোর্ট রুম ড্রামা। হলিউডের ‘১২ অ্যাংরি মেন’-এর বাংলা সংস্করণ। বাংলায় ছবিটির নাম দেওয়া হয়েছে ‘সত্যি বলে সত্যি কিছু নেই’। এই ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রুদ্রনীল ঘোষ, ঋত্ত্বিক চক্রবর্তী, কৌশিক সেন, কৌশিক গাঙ্গুলি, সৌরসেনী পাল, অণির্বাণ ভট্টাচার্য ও অণির্বাণ চক্রবর্তী। রাজের ছবিটি বাবা-ছেলের গল্প। থাকবেন দুই চক্রবর্তী- মিঠুন এবং ঋত্বিক ও সঙ্গে থাকছেন শুভশ্রী। জয়দীপ নিয়ে আসছেন ‘একেন বাবু’-র নতুন গল্প। এবার অধিকাংশ শুটিং রাশিয়ায়। দেবালয় আসছেন ভৌতিক ছবি নিয়ে। সেখানেও থাকবেন শুভশ্রী।