কলকাতা

আজ নিজের লেখা গানের অ্যালবাম উদ্বোধনে মুখ্যমন্ত্রী

কলকাতাঃ পুজো উদ্বোধন শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহলালয়ার আগের দিনই উত্তর কলকাতার মণ্ডপগুলি দিয়ে উদ্বোধন শুরু করেছেন। আজ শনিবার আরও বেশকিছু মণ্ডপে যাবেন তিনি। এদিন নজরুল মঞ্চে ‘জাগোবাংলা’র অনুষ্ঠানে নিজের লেখা বই উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৪টে নাগাদ অনুষ্ঠানে যাওয়ার কথা রয়েছে তাঁর। শুধু লেখা নয়, পুজো সংখ্যার গানের অ্যালবাম ‘মাটি’তে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একাধিক সৃষ্টিকে তুলে ধরা হবে ওই অনুষ্ঠানে। এরপর বিকেল পাঁচটায় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলা উদয়ন সংঘের পুজোর উদ্বোধন করার কথা তাঁর। তারপরই একে একে বাবুবাগান, যোধপুর পার্ক এবং ৯৫ পল্লির পুজো উদ্বোধনে অংশ নেবেন তিনি। এদিন সব শেষে মেয়র ফিরহাদ হাকিমের চেতলা অগ্রণীর পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও যাবেন মন্ত্রী অরূপ বিশ্বাসের সুরুচি সংঘের পুজোতে। পরের দিন রবিবার একডালিয়া এভারগ্রিন, সিংহি পার্ক ও ২১ পল্লি-সহ দক্ষিণ কলকাতার একগুচ্ছ পুজোর ফিতে কাটবেন মমতা বন্দ্যোপাধ্যায়।এরমধ্যে, চেতলা অগ্রণী, সুরুচি সংঘের প্রতিমার চক্ষুদান করবেন তিনি। এছাড়াও প্রায় ত্রিশটি পুজোর উদ্বোধন হবে মুখ্যমন্ত্রীর হাতেই। উল্লেখ্য, প্রতিবছরই মুখ্যমন্ত্রী শহরজুড়ে একাধিক পুজোর সূচনা করেন। যদিও তাঁর কাছে শতাধিক পুজো কমিটি থেকে আমন্ত্রণ যায়। কিন্তু তার মধ্যে থেকে কয়েকটিকে বেছে নেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, প্রতি বছর দুর্গাপুজোর উদ্বোধনে পাওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি চাহিদা থাকে মুখ্যমন্ত্রীরই। এবছরও তার অন্যথা হচ্ছে না। এত পুজো উদ্বোধনের আবদার থাকে যে, মুখ্যমন্ত্রীর পক্ষে তাদের সকলকে সন্তুষ্ট রাখার জন্যই প্রেতপক্ষ থেকেই পুজো উদ্বোধনে নেমে পড়তে হয়। মহালয়ার আগের দিন থেকে এই উদ্বোধন শুরু হয়ে শেষ হয় চতুর্থীর দিন বিকেলে। এবারও তার অন্যথা হল না।