দেশ

তিন দিনের সফরে সস্ত্রীক ঝাড়খণ্ড যাচ্ছেন রাষ্ট্রপতি, যোগ দেবেন রাঁচি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেও

রাঁচি : তিন দিনের সফরে ঝাড়খণ্ড পৌঁছলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রপতির বিশেষ বিমানে করে ঝাড়খণ্ডের রাজধানী শহর রাঁচিতে গিয়ে পৌঁছান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিন দিনের এই সফরে রাষ্ট্রপতির সফর সঙ্গী হয়েছেন তাঁর সহধর্মিণী সবিতা কোবিন্দও। ষোড়শ লোকসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে দিল্লির মসনদ দখল করে বিজেপি সরকার। আর তারপরই মোদীর মন্ত্রিসভা থেকে শুরু করে সংসদের বিশাল রদবদল ঘটান প্রধানমন্ত্রী। সরকারি সূত্রে জানা গিয়েছে ২০১৭ সালের জুলাই মাসে ত্রয়োদশ তম রাষ্ট্রপতি প্রনব চট্টোপাধ্যায় রাষ্ট্রপতি হিসাবে তাঁর সাংবিধানিক পদ থেকে অবসর গ্রহন করেন। ফলে তাঁর পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে দেশের চৌদ্দতম রাষ্ট্রপতি হিসাবে রামনাথ কোবিন্দকে নির্বাচিত করে কেন্দ্রীয় সরকার। সেই থেকেই বর্তমান সময় পর্যন্ত দেশের রাষ্ট্রপতি হিসাবে জাতীর সেবায় নিযুক্ত রয়েছেন তিনি।সরকারি সূত্রে জানা গিয়েছে, তিন দিনের এই ঝাড়খণ্ড সফরে রাষ্ট্রপতি রাত্রিবাস করবেন রাঁচির রাজভবনে। এবং সেখান থেকে তিনি রবিবার সকালে যোগ দেবেন রাঁচির ‘বিকাশ ভারতী’ নামক একটি বেসরকারি সংগঠনের অনুষ্ঠানে। সরকারি সূত্রে জানা গিয়েছে, এ’দিন রাষ্ট্রপতি এবং তাঁর স্ত্রী সবিতা কোবিন্দকে ঝাড়খণ্ড রাজ্যে স্বাগত জানাতে রাঁচির বিরসা মুন্ডা বিমানবন্দরে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ড রাজ্যের রাজ্যপাল দ্রুপদী মুর্ম, মুখ্যমন্ত্রী রঘুবীর দাস এবং রাঁচির মেয়র অশোক ল্যাক্রা সহ প্রশাসনের বহু উচ্চপদস্থ অফিসাররা।