কলকাতা

ঘটনার পুনর্নির্মাণে মির্জাকে নিয়ে মুকুলের ফ্ল্যাটে সিবিআই

কলকাতাঃ নারদকাণ্ডে চাপ বাড়ল বিজেপি নেতা মুকুল রায়ের। এক সময়ের প্রিয় আইপিএস অফিসার এসএমএইচ মির্জার দেওয়া বয়ান বিজেপি নেতার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। শনিবার আড়াই ঘণ্টা জেরা হয়েছিল মুকুল রায়ের। এর পর রবিবার সকালেই মুকুল রায়ের এলগিন রোডের ফ্ল্যাটে পৌঁছে গেল সিবিআই আধিকারিকরা। সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে নারদকাণ্ডে ধৃত আইপিএস এসএমএইচ মির্জাকে। সূত্রের খবর, ঘটনার পুনর্নিমাণের জন্যই সিবিআই বিজেপি নেতার ফ্ল্যাটে গিয়েছে। ম্যাথু স্যামুয়েলের সঙ্গে ২০১৪ সালের এপ্রিল মাসে মুকুল রায়ের কী কথা হয়েছিল তা আরও একবার যাচাই করে নিতে চায় গোয়েন্দা সংস্থা। জেরায় মির্জা সিবিআইকে যা জানিয়েছে, তার সত্যতা যাচাই করতেই গোযেন্দারা মুকুল রায়ের ফ্ল্যাটে যান। এছাড়াও তৎকালীন তৃণমূল নেতা ম্যাথুকে কী নির্দেশ দিয়েছিলেন তা মির্জার উপস্থিতিতে মিলিয়ে দেখা হয়। এ ব্যাপারে সিবিআই আধিকারিকরা মুখ খোলেননি। তবে পুনর্নির্মাণের বিষয়টি সংবাদমাধ্যমকে জানান মির্জা স্বয়ং। প্রায় পৌনে এক ঘণ্টা মুকুল রায়ের বাড়িতে ছিলেন গোয়েন্দারা।সিবিআই জেরা নিয়ে এদিন মুকুল রায় বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমি একটা টাকাও নিইনি। আমাকে কোথাও টাকা নিতে দেখা যায়নি। যে কেউ কারও বিরুদ্ধে কোনও কথা বলতে পারে বা অভিযোগ করতে পারে। আমিও কারও বিরুদ্ধে কিছু বলতে পারি। কিন্তু বললেই তো হল না, সেটা প্রমাণ করা দরকার।’ যদিও জেরায় মির্জা সিবিআইকে জানিয়েছেন, ‘আমি যা করেছি তা মুকুল রায়ের নির্দেশেই করেছি। এলগিন রোডের ওই ফ্ল্যাটে গিয়ে আমি মুকুল রায়ের কাছে বিপুল পরিমাণ টাকা পৌঁছে দিয়েছি।’ মির্জার ওই বক্তব্যের ভিত্তিতেই সিবিআই অফিসাররা এদিন এই আইপিএসকে ওই ফ্ল্যাটে নিয়ে গিয়ে পুরো ঘটনার পুনর্নির্মাণ করেন। এই জিজ্ঞাসাবাদের পুরো পর্বটিই ভিডিয়োগ্রাফি করা হয়েছে। স্বাভাবিকভাবেই এর ফলে মুকুল রায়ের চাপ বেশ কয়েকগুণ বাড়ল বলেই দাবি রাজনৈতিক মহলের।