জেলা

ভবানীপুরের ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগ, গ্রেফতার ২

ভবানীপুরের  ব্যবসায়ীর বস্তাবন্দি দেহ উদ্ধার হল উত্তর দমদম পুরসভা এলাকার নিমতা থেকে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম, ভব্য লাখানি(৪৩)। কলকাতার ভবানীপুরের বাসিন্দা এই ব্যবসায়ীর অফিস ছিল বালিগঞ্জ সার্কুলার রোডে। সোমবার সকালে বাড়ি থেকে অফিস যাওয়ার উদ্দেশে বেরিয়েছিলেন তিনি। তারপর থেকেই তাঁর আর কোনও খোঁজে মেলেনি। পরিবারের পক্ষ থেকে থানায় মিসিং ডায়েরি করা হয়। তদন্তে নেমে পড়ে পুলিস। আজ, বুধবার নিমতায় নিখোঁজ ব্যবসায়ীর এক ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁর বস্তাবন্দি দেহ উদ্ধার হয়।  পুলিশ সূত্রে খবর, ওই বাড়িটিতে জলের ট্যাঙ্কের নীচে রেখে হয়েছিল বস্তাবন্দি ব্যবসায়ীর দেহ। এরপর পাঁচিল তুলে দেওয়া হয় সেখানে। নিমতার বাসিন্দা অনির্বাণ গুপ্তা নামে ওই ব্যবসায়ী ঘনিষ্ঠকে গ্রেপ্তার করেছে পুলিস। ঘটনায় সুমন দাস নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যবসায়ীর সূত্রেই মৃত ভব্য লাখানির সঙ্গে ধৃতের যোগাযোগ ছিল বলে জানা গিয়েছে। ধৃত অনির্বাণ গুপ্তাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে বলে খবর। জানা গিয়েছে, নিমতার প্রমোদ মিত্র লেনের ওই বাড়িতে নিহত ব্যবসায়ীকে ডেকে নিয়ে আসেন অভিযুক্ত। প্রায় ৫০ লক্ষ টাকা নিয়ে অনির্বান গুপ্তর সঙ্গে তাঁর বিবাদ চলছিল। সেই সংক্রান্ত কথাবার্তা চলাকালীনই আচমকা সে ভব্য লাখানির উপর হামলা চালায় বলে অনুমান। পিছন থেকে ক্রমাগত মাথায় জোরে জোরে আঘাতের জেরে মৃত্যু হয় তাঁর। এরপর দেহ লোপাট করতে অনির্বাণ গুপ্ত বস্তায় দেহটি ভরে সেটিকে জলের ট্যাঙ্কের নীচে রেখে সেখানে পাঁচিল তুলে দেয় বলে অভিযোগ। পুলিশ হত্যায় ব্যবহৃত অস্ত্র ও বেলঘড়িয়া ডাম্পিং গ্রাউন্ড থেকে রক্তমাখা জামাকাপড়ের মতো বেশকিছু সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।