আজ বিকালে মুর্শিদাবাদের বহরমপুর থানার নওদাপাড়া রেলগেটের কাছে একটি গাড়ির সাথে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল গাড়ি চালকের। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে দশজন বাস যাত্রী। আহতদেরকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে- শনিবার বিকেলে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে নবগ্রাম থানার দিক থেকে বহরমপুরের দিকে একটি বেসরকারি বাস যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে একটি ছোট গাড়ি নবগ্রামের দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে নওদাপাড়া রেলগেটের কাছে দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ছোট গাড়িটি সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে যায় এবং গাড়ির চালক তাঁর ভেতরেই আটকে পড়েন। যদিও মৃত ওই চালকের নাম এখনও জানা যায়নি। দুর্ঘটনায় বেসরকারি বাসটিরও ব্যাপক ক্ষতি হয়। ঘটনার খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধারকার্যে হাত লাগান। তাঁরাই আহত যাত্রীদেরকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে থাকে ৩৪ নম্বর জাতীয় সড়ক। পরে বহরমপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বহরমপুর থানার এক শীর্ষ আধিকারিক জানান- ইতিমধ্যে ঘাতক গাড়ি দু”টিকে আটক করা হয়েছে। মৃতদেহটি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।