লোকসভা নির্বাচনে বাংলার জন্য তারকা প্রচারকের তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার মোট ৪০ জনের তারকা প্রচারকের তালিকা প্রকাশ করা হয়েছে শাসকদলের তরফে। নবীন এবং প্রবীণের সমন্বয়ে তৈরি ওই তালিকায় নাম রয়েছে একাধিক সেলিব্রিটিরও। তবে এ বার শাসকদলের তারকা প্রচারকের তালিকা থেকে বাদ পড়লেন মিমি চক্রবর্তী, নুসরত জাহান, কাঞ্চন, কৌশানী। দলের প্রার্থীতালিকায় নবীন-প্রবীণ-মহিলা-সংখ্যালঘু এবং তফসিলি জাতি-উপজাতির সমন্বয় রক্ষা করা হয়েছে। একই রকমভাবে তারকা প্রচারকদের তালিকার ক্ষেত্রেও সবদিক বিবেচনা করা হয়েছে। তালিকায় সবার উপরে নাম রয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নাম রয়েছে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দলের প্রবীণ ব্রিগেডের নেতাদের মধ্যে যেমন সুব্রত বক্সী, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়রা তারকা প্রচারকের তালিকায় ঠাঁই পেয়েছেন, তেমনই নবীন প্রজন্মের অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেবাংশু ভট্টাচার্য, স্নেহাশিস চক্রবর্তী, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বীরবাহা হাঁসদারাও রয়েছেন। কুণাল ঘোষ, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, মমতা ঠাকুররাও রাজ্যজুড়ে শাসকদলের প্রচার করবেন।