শিবসেনা বুধবার তাঁদের প্রথম দফার ১৭ জন প্রার্থী তালিকা প্রকাশ করল। সেখানে দুজন প্রাক্তন মন্ত্রীর নাম রয়েছে। যদিও মহারাষ্ট্রের আরেক হেভিওয়েট দল এনসিপি তাঁদের লোকসভার প্রার্থী তালিকা এখনও প্রকাশ করেনি। কংগ্রেস মহারাষ্ট্রে কীভাবে ভোটের লড়াই লড়বে তা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি। ইন্ডিয়া জোটের প্রতিটি শরিকের সঙ্গে কংগ্রেসের আসন রফা নিয়ে এখনও রফা হয়নি। সেখানে মহারাষ্ট্রের শিব সেনা যে প্রথম তালিকা প্রকাশ করল তা জোটের কথা ভেবেই হয়তো হয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। মহারাষ্ট্রে লোকসভায় ৪৮ টি আসন রয়েছে। উত্তর প্রদেশে সবথেকে বেশি আসন রয়েছে ৮০ টি। সেদিক থেকে দেখতে হলে দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। এবার ভোটের লড়াইতে কোন দল মহারাষ্টের নিজেদের ছাপ ফেলে সেটাই দেখার।