কলকাতা

এবার নির্বাচন কমিশনকে ‘মেসোমশাই’ বলে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ

ফের বেলাগাম বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ৷ নির্বাচন কমিশন নিয়ে বেফাঁস মন্তব্য করে ফের শিরোনামে তিনি৷ এ বার নির্বাচন কমিশনকে ‘মেসো’ বলে উল্লেখ করেন তিনি৷ কারণ, তাঁর বিরুদ্ধে শালীনতার সীমা অতিক্রম করার অভিযোগ জানিয়েছিল তৃণমূল৷ সেই নিয়েই প্রশ্নের জবাব দিতে গিয়েই এদিন নির্বাচন কমিশনকে কটাক্ষ করার দিলীপ৷  ইকোপার্কে বৃহস্পতিবার সকালে তিনি বলেন, ‘আমার অবাক লাগল, একটা চিঠি দিতে তৃণমূলের দশ জন গিয়েছে৷ ভাই কী এমন হয়ে গিয়েছে, সকালে উঠে মেসোর বাড়ি দৌড়েছে৷’পাশাপাশি তৃণমূলকে আক্রমণ করে দিলীপ আরও বলেন, ‘তোমরা রাস্তাঘাটে দাঁড়িয়ে কার নামে কী না বলেছ৷! আমরা তো মেসোমাশইয়ের কাছে যাই না, যে মেসোমশাই, কান মুলে দিন৷ আজকে রাস্তায় রাজনীতি করতে পারছে না৷ তাই নির্বাচন কমিশনের কাছে যেতে হচ্ছে৷’ এর আগে মুখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর আক্রমণের অভিযোগ উঠেছিল দিলীপের বিরুদ্ধে৷