তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার ৷ যার জেরে অস্বস্তিতে পড়ল জেলা বিজেপি নেতৃত্ব ৷ নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে গিয়ে জেলা বিজেপি নেতা দাবি করেন, দুই লক্ষের বেশি ভোটে হারাতে হবে আমাদের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ৷ যদিও পরে নিজের ভুল শুধরে নিয়েছেন বিজেপির তমলুক জেলা সম্পাদক চন্দন মণ্ডল ৷ তাঁর দাবি, তৃণমূল প্রার্থী দেবাংশুর নাম বলতে গিয়েই মুখ ফসকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম বলে ফেলেছেন তিনি ৷দু’দিন আগে ময়নায় তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্বাচনী কর্মসূচি চলছিল। সেই নির্বাচনী প্রচার মঞ্চ থেকেই মাইক হাতে বক্তব্য রাখাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দু’লক্ষের বেশি ভোটে হারানোর শপথ নেন বিজেপি নেতা। এই ভিডিয়ো ভাইরাল হতেই আসরে নামে তৃণমূল। যা নিয়ে চরম অস্বস্তিতে পড়েছে বিজেপি ৷ দিনকয়েক আগে ময়না বিধানসভার গোজিনা গ্রাম পঞ্চায়েতে পায়রাচক গ্রামে তমলুক লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী প্রচার চলছিল। অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের মঞ্চে আসার আগেই তমলুক সাংগঠনিক জেলার সম্পাদক চন্দন মণ্ডল বক্তব্য রাখতে ওঠেন। এখানে বক্তব্য রাখতে গিয়ে চন্দন মণ্ডল বলেন, “আমরা দুই লক্ষের বেশি ভোটে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তমলুক লোকসভা কেন্দ্র থেকে হারাব, হারাব, হারাব।” এরপরই চন্দন মণ্ডলের এই বক্তব্য নেট দুনিয়ায় ভাইরাল হতে থাকে। আর যা নিয়ে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়িনি বিজেপিকে। যদিও ওই বিজেপি নেতা চন্দন মণ্ডল দাবি করে জানান, তিনি ভুল করে বলে ফেলেছেন। ওখানে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের নাম বলতে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম বলে ফেলেছেন তিনি।এরপরও অবশ্য বিতর্ক থামছে না ৷ টুইট করে তৃণমূল সাধারণ সম্পাদক কুণাল ঘোষ লিখেছেন, “নাও, ঠেলা বোঝো… অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দু’লক্ষ ভোটে হারানোর ডাক। ইনি চন্দন মণ্ডল, তমলুকে বিজেপির সম্পাদক। আগেই বলেছিলাম গদ্দারপন্থীরা অভিজিতবাবুকে হারানোর খেলা খেলবে। সেটাই মুখ থেকে বেরিয়ে গিয়েছে।”