বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ। হুগলির বাঁশবেরিয়ায় এক কালীপুজোয় গিয়েছিলেন বিজেপি প্রার্থী। পুজো সেরে বাড়ি ফেরার পথে বাঁশবেড়িয়াতে লকেটের গাড়িতে হামলা হয়। অভিযোগের তির তৃণমূলের কিছু দুষ্কৃতীর দিকে।লকেটের অভিযোগ, ঘটনার সময় ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিল্পী চ্যাটার্জি উপস্থিত ছিলেন। তিনি আরও জানান, বিক্ষোভের সময় তার গায়ে হাত দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং তার গাড়ির সামনের যে বনেট তা ভাঙার চেষ্টা করা হয়। ছিঁড়ে ফেলা হয় গাড়ির সামনে লাগানো বিজেপির পতাকা। কালো পতাকা লাগিয়ে বাঁশ দিয়ে গাড়ির চারিদিকে মারার অভিযোগ তুলেছেন তিনি। লকেট চট্টোপাধ্যায়ের ২ নিরাপত্তা রক্ষী গাড়ি থেকে বাইরে বেরিয়ে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। বিজেপি প্রার্থী এও বলেন, অন্ধকার রাস্তায় হঠাৎই তাঁর গাড়ি ঘিরে ফেলা হয়। কোথা থেকে এত লোক এলেন তা তিনি জানেন না। যদিও লকেটের এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।