হক জাফর ইমাম, মালদা: কেন্দ্রীয় সরকার পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে, বিদেশে পেঁয়াজ রপ্তানির উপর ইতিমধ্যেই নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু বর্তমানে ভারত- বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে মহদীপুরে পেয়াজ ভর্তি বহু ট্রাক অপেক্ষা করছে। আগাম শুল্ক দপ্তরের ছাড়পত্র পাওয়া পেঁয়াজের ট্রাক গুলি বিদেশে যাওয়ার অনুমতি প্রদানের জন্য রপ্তানিকারক সংগঠন ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্টার্স কো-অর্ডিনেশন আবেদন জানিয়েছেন শুল্ক দপ্তরে।গত সোমবার ওয়েস্টবেঙ্গল এক্সপোর্টাস কো-অর্ডিনেশন কমিটির তরফ কেন্দ্র সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তরে আবেদন পত্র পাঠানো হয়েছে। ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্টার্স কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক উজ্জ্বল সাহা বলেন বর্তমানে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় পেঁয়াজবোঝাই প্রচুর ট্রাক দাঁড়িয়ে রয়েছে ইতিমধ্যে শুল্ক দপ্তর এর কাছ থেকে আমরা ছাড়পত্র পেয়ে গিয়েছি তারই মধ্যে হঠাৎ করে কেন্দ্রীয় সরকারের ঘোষণার জেরে আমরা বিপাকে পড়েছে এর ফলে বিদেশের ব্যবসায়ীদের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হতে পারে বলে আশঙ্কা করছি। তাই শুল্ক দফতরের এলাকায় অপেক্ষারত পিয়াজের ট্রাক গুলিকে বিদেশে যাওয়ার অনুমতি প্রদানের জন্য আবেদন জানিয়েছি শুল্ক দফতরের কাছে।