বিদেশ

৩৭০ ধারা: বদলার প্রস্তুতি নিচ্ছে জঙ্গিরা, ভারতকে সতর্ক আমেরিকার

ওয়াশিংটন: ৩৭০ ধারা বাতিলের পর ভারতের বিরুদ্ধে ফুঁসছে পাক মদতপুষ্ট জঙ্গিরা৷ ভারতের বুকে আঘাত হানতে প্রস্তুতি নিচ্ছে তারা৷ তাই ভারত যেন সবরকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে৷ জঙ্গি হামলা নিয়ে সম্প্রতি ভারতকে এই সতর্কবার্তা দিল আমেরিকা৷ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি অ্যাফেয়ার্সের সহকারি সচিব(প্রতিরক্ষা) ব়্যান্ডল শ্রিভার ভারতে পাক জঙ্গি হামলার আশঙ্কা করেন৷ একটি অনুষ্ঠানে তিনি জানান, কাশ্মীর নিয়ে সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ভারতে হামলার প্রস্তুতি নিচ্ছে জঙ্গিরা৷ পাকিস্তান যদি জঙ্গি সংগঠনগুলোর উপর রাশ টানতে পারে তাহলে হয়তো পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে৷তবে ভারত-পাকিস্তানের মধ্যে চলা দ্বৈরথে চিনের ভূমিকা নিয়ে নানা সমালোচনা হয়েছে৷ কাশ্মীর ইস্যুতে চিন পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়েছে৷ এমনকি পাকিস্তানের দাবি মেনে রাষ্ট্রসংঘকে বিবৃতি দেওয়ার জন্য চাপ দেয় চিন৷ যদিও সে পরিকল্পনা সফল হয়নি৷ রাষ্ট্রসংঘ কোনও সরকারি বিবৃতি দিতে রাজি হয়নি৷ এখন প্রশ্ন উঠছে, দুই দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে চিন কী করবে?ব়্যান্ডল শ্রিভারের মতে, চিন চাইবে না দুই দেশের মধ্যে কোনও সংঘাত হোক৷ কারণ, পাকিস্তানের সঙ্গে তাদের স্বার্থ জড়িয়ে রয়েছে৷ আর কাশ্মীর নিয়ে পাকিস্তানের প্রতি চিনের সমর্থন অনেকটা কূটনৈতিক এবং রাজনৈতিক৷ রাষ্ট্রসংঘে কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনার জন্য পাকিস্তানকে সমর্থন করেছে চিন৷ কিন্তু এর বেশি আর চিন এগোবে না বলে মত ব়্যান্ডল শ্রিভারের৷