কলকাতা

পুজোর পরই ১৫ হাজার শিক্ষক নিয়োগ রাজ্যে

 কলকাতা: পুজোর মুখেই চাকরি প্রার্থীদের জন্য সুখবর। পুজো পার হলেই উচ্চ প্রাথমিকে ১৫ হাজার শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার। বুধবার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের মুখেই মিলল তার স্পষ্ট ইঙ্গিত।এমনিতেই মাত্র কয়েকদিন আগেই রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া বেতনের বাড়তি সুবিধার কথা ঘোষণা করে চমক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী নিজে। এবার উচ্চ প্রাথমিকে নিয়োগের কথা ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন।প্রসঙ্গত, উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে বেনিয়মের অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন ধরে মামলা ঝুলে রয়েছে উচ্চ আদালতে। ফলে স্বভাবতই থমকে যায় নিয়োগ প্রক্রিয়া। কিন্তু মঙ্গলবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় এক সপ্তাহের মধ্যে প্রার্থীদের প্রাপ্ত নম্বর—সহ প্যানেল প্রকাশ করতে হবে।উচ্চ আদালতের নির্দেশের কপি হাতে পাওয়ার পরই নড়েচড়ে বসে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। বিষয়টি নিয়ে বুধবার ছুটির দিনেই বৈঠকে বসে কমিশনের কর্তা ব্যক্তিরা। এসএসসি চেয়ারম্যান সৌমিত্র সরকার জানিয়েছেন, আগামী ৪ঠা অক্টোবর মেধা তালিকা প্রকাশ করা হবে। প্রত্যেক চাকরি প্রার্থী টেট, ইন্টারভিউ এবং শিক্ষাগত যোগ্যতায় কত নম্বর পেয়েছেন তা জানানো হবে।এই প্রসঙ্গে তিনি আরও জানান, ৫ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত এই বিষয়ে লিখিত অভিযোগ গ্রহণ করা হবে। পুজোর দিনগুলি তো বটেই যে কোনও ছুটির দিনেও সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অভিযোগ গ্রহণ করবে স্কুল সার্ভিস কমিশন। পুজোর মুখে এই সুখবর চাকরি প্রার্থীদের মনে বাড়তি আনন্দ জোগাবে বলেই মত শিক্ষামহলে।