রাজস্থানের কোটা শহরের একটি হোস্টেলে আগুন লেগে ৮জন ছাত্র আহত হয়েছে। যার মধ্যে একজন জানালা থেকে লাফ দিয়ে পা ভাঙে। রবিবার সকালে কুনহারি এলাকার আদর্শ হোস্টেলে ট্রান্সফরমার বিস্ফোরণে এ ঘটনা ঘটে। নিচতলায় ট্রান্সফরমারে শর্ট সার্কিট থেকে আগুন দ্রুত ওপরের দিকে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অর্পিত পান্ডে নামে এক ছাত্র আগুন থেকে বাঁচতে নিজের ঘরের বারান্দা থেকে লাফ দিয়ে পা ভেঙে যায়। ফায়ার সার্ভিস ও পুলিশ কর্মকর্তারা মই ব্যবহার করে দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে প্রায় ৭০ জন শিক্ষার্থীকে উদ্ধার করেছে। দুর্ঘটনায় ৭ শিক্ষার্থী সামান্য দগ্ধ হয়েছে এবং তাদের এমবিএস হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ছত্তিশগড়ের ছাত্র ভিপিন বলেন, ‘আগুনের সময় আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। আমরা গোলমাল শুনে বাইরে দৌড়ে আসি কারণ আগুন দ্বিতীয় তলায় পৌঁছেছিল। হোস্টেলে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল না। পৌর কর্পোরেশনের ফায়ার ব্রিগেড কোনো হতাহতের ঘটনা ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আনলেও শিক্ষার্থীদের মালামাল পুড়ে গেছে। হোস্টেল অপারেটরের বিরুদ্ধে অনিরাপদ স্থাপনার জন্য অবহেলার অভিযোগ উঠেছে। দুর্ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ৬১ জন শিক্ষার্থী। কোটা সিটির এসপি ডক্টর অমৃতা দুহান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সকাল সাড়ে ৬টার দিকে লক্ষ্মণ বিহার এলাকার আদর্শ রেসিডেন্সি নামের একটি হোস্টেলে আগুন লাগে। পঞ্চ মালা হোস্টেলে ৭৫টি কক্ষ রয়েছে। দুর্ঘটনার সময় ওই ছাত্রাবাসে প্রায় ৬১ জন শিক্ষার্থী বাস করছিলেন। আহত শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৮ শিক্ষার্থীকে হাসপাতালে পাঠানো হয়েছে, এর মধ্যে দুইজনকে ভর্তি করা হয়েছে, বাকি শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার পর ফেরত পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে জানান এসপি। তিনি বলেন, এফএসএল টিম বিষয়টি তদন্ত করছে। পুলিশ হোস্টেল অপারেটরের বিরুদ্ধে এফআইআর দায়ের করবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।