জেলা

জলপাইগুড়িতে পুলিশের নাকা চেকিংয়ের সময় ২ বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার ৯ লক্ষ টাকা

ভোটের মুখে নাকা চেকিংয়ের সময় দুই বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার নগদ লাখ লাখ টাকা। বিজেপির মাল বিধানসভার কনভেনার রাকেশ নন্দী এবং বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী দীপা বণিকের গাড়িতে টাকার পাহাড়। সব মিলিয়ে মোট ৯ লক্ষ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এই ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে জোর চাপানউতোর। রাতে মালবাজারে ক্রান্তি এলাকায় নাকা তল্লাশি চলছিল। সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন বিজেপির মাল বিধানসভার কনভেনার রাকেশ নন্দী এবং বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী দীপা বণিক। সেই সময় গাড়িতে নাকা তল্লাশি করা হয়। রাকেশের গাড়ি থেকে নগদ ৭ লক্ষ ৭৫ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়। দীপার কাছ থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা উদ্ধার করে ক্রান্তি ফাঁড়ির পুলিশ। ওসি বুদ্ধদেব ঘোষ জানান, তাঁদের কাছ থেকে সবমিলিয়ে মোট ৯ লক্ষ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। লোকসভা ভোটের মুখে বিজেপি নেতাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় গোটা এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য। পুলিশি জেরায় রাকেশ নন্দী জানান, রাজনৈতিক কাজের জন্য ওই টাকা তাঁকে দলীয় নেত্রী দীপা বণিক দিয়েছিলেন। যদিও দীপার থেকে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।