এসএসসি নিয়ে বিরাট রায় দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ! ২০১৬ নিযোগ প্রক্রিয়ার গোটা প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে আদালত। প্রায় সাড়ে তিনমাস শুনানির পরে অবশেষে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার রায় জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম ও একাদশ-দ্বাদশের নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। আদালতের নির্দেশ মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে কোনও চাকরি বৈধ নয়। ডিভিশন বেঞ্চ জানিয়েছে মোট ২৪ হাজার ৬৪০ জনের চাকরি বাতিল করা হচ্ছে। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে যাঁরা চাকরি পেয়েছিলেন, চার সপ্তাহের মধ্যে টাকা ১২ শতাংশ সুদ-সহ ফেরত দিতে হবে তাঁদের আর ছয় সপ্তাহের মধ্যে এব্যাপারে ডিআই ও জেলাশাসকদের রিপোর্ট বেশ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত এদিন জানায়,লোকসভার নির্বাচন পর্ব মেটার পরে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে৷ ততদিন বাতিল থাকবে সমস্ত বেতন বন্ধ৷ অতিরিক্ত শূন্যপদ তৈরির জন্য সিবিআই মনে করলে সাসপেক্টেডদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে।