দেশ

মণিপুরের ১১টি কেন্দ্রে ফের চলছে ভোটগ্রহণ 

কড়া নিরাপত্তার মধ্যে মণিপুর লোকসভা কেন্দ্রের ১১টি ভোট কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়েছে সোমবার ৷ নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, গত ১৯ তারিখের প্রথম পর্যায়ের ভোটের দিন মণিপুরের বেশকিছু কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছিল ৷ সেই সব কেন্দ্রে এদিন পুনঃনির্বাচন হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশে নতুন করে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মণিপুর লোকসভা কেন্দ্রে ৷ গত ১৯ এপ্রিল এই কেন্দ্রগুলিতে অনুষ্ঠিত ভোট বাতিল এবং অকার্যকর ঘোষণা করেছিল কমিশন। রাজ্যর এক নির্বাচনী আধিকারিক বলেন, “শুক্রবার হিংসা ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ১১টি ভোট কেন্দ্রে ৷ ফলে সেদিনের ভোটগ্রহণ বাতিল করে দেয় কমিশন ৷ সেই

সব কেন্দ্রে সোমবার ভোটাররা দ্বিতীয়বার তাঁদের ভোটাধিকার প্রয়োগের জন্য সকাল থেকেই ব্যাপক সংখ্য়ায় হাজির হয়েছে। সকাল পর্যন্ত কোনও বিশৃঙ্খলা বা হিংসার খবর পাওয়া যায়নি ৷” সকাল সাতটা থেকে এদিন পুনরায় ভোটগ্রহণ শুরু হয়। খুরাই নির্বাচনী এলাকার মইরাংকাম্পু সাজেব এবং থংগাম লেইকাইয়ে, ক্ষেত্রিগাও নির্বাচনী এলাকার বামন কাম্পু ও ইরিলবুং-এ দুটি করে এবং ইম্ফল পূর্ব জেলার থংজুতে খংমান জোন ভি-এ, উরিপোক নির্বাচনী এলাকার ইরোইশেম্বা এলাকায় তিনটি এবং কোন্থৌজামের খাইদেম মাখায় নতুন ভোট নেওয়া হচ্ছে। ইম্ফল পশ্চিম জেলায় গুলি চালানো, ভয়ভীতি, কিছু ভোট কেন্দ্রে ইভিএম নষ্ট করার ঘটনা ঘটেছিল ৷ এমনকি বুথ জ্যামের অভিযোগ মণিপুর থেকে পাওয়া গিয়েছিল প্রথম দফার ভোটে ৷ শুক্রবার প্রথম দফায় মণিপুরের দুটি লোকসভা কেন্দ্রে মণিপুর (ইনার) এবং মণিপুর (আউটার) ৭২ শতাংশ ভোট পড়েছিল বলে জানিয়েছিল কমিশন ৷