জেলা

প্রায় ২৬ হাজারের চাকরি বাতিল নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, দেউচায় বিপুল কর্মসংস্থানের আশ্বাস

 বিজেপির ষড়যন্ত্রে প্রায় ২৬ হাজারের চাকরি বাতিল, আর একদিকে রাজ্যে বিপুল কর্মসংস্থানের আশ্বাস তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার, বীরভূমের হাসনে দলীয় প্রার্থীর সমর্থনের সভা থেকে ১লক্ষ কর্মসংস্থানের কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন, বিজেপিকে তীব্র আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ২৬ হাজার শিক্ষকদের চাকরি বাতিল হয়ে গেল। তাঁদের কী অপরাধ তাঁরা জানে না! কটাক্ষ তৃণমূল সুপ্রিমোর। একই সঙ্গে তিনি জানান, দেউচায় দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি হচ্ছে। সেটি হলে, প্রত্যক্ষ-পরোক্ষভাবে একলক্ষ কর্মসংস্থান হবে। তৃণমূলকে বিজেপির পক্ষ থেকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন দলনেত্রী। তাঁর কথায়, বীরভূমের মানুষের কাছে তিনি কৃতজ্ঞ তৃণমূল প্রার্থীদের জিতিয়েছেন তাঁরা। তবে, দলীয় দুই প্রার্থী শতাব্দী রায় ও অসিত মালকেও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, তৃণমূল নেতা কাজল শেখে ও রানাকেও তৃণমূল করতে আটকাবে বিজেপি।