কলকাতা

সন্দেশখালির ঘটনা নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

সন্দেশখালির স্টিং অপারেশনের ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই চাপে পড়ে যায় বঙ্গ বিজেপি। গোটা পরিকল্পনার নাটের গুরু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই কথা বলেন সন্দেশখালির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল। এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরও বিজেপি নেতারা দাবি করে যাচ্ছেন এটা ভুয়ো। কিন্তু আজ, বৃহস্পতিবার নির্বাচন কমিশনে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নালিশ ঠুকল তৃণমূল কংগ্রেস। শুভেন্দু–সহ আরও কজন বিজেপি নেতার বিরুদ্ধে নালিশ করা হয়েছে, মিথ্যে ধর্ষণের অভিযোগ করার জন্য। সন্দেশখালির বিজেপি নেতাদের সেই ভিডিয়ো তুলে ধরা হয়েছে। এই ঘটনায় এখন বিজেপির অস্বস্তি চরমে পৌঁছেছে। কারণ গোটা বিষয়টি একটা সুন্দর সাজানো ষড়যন্ত্র এখন তা প্রকাশ হয়ে গিয়েছে। যদিও স্টিং অপারেশনের ভিডিয়ো যাচাই করে দেখেনি বঙ্গনিউজ ডিজিটাল। তবে তিনজন মহিলা এবার সরাসরি এই দাবি করেছেন সংবাদমাধ্যমের সামনে। তাঁদের সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছিল। পরে পুলিশ নোটিশ বাড়িতে দিতে তাঁদের চক্ষু চড়কগাছ হয়ে যায়। কারণ ওই নোটিশে লেখা ছিল, তাঁরা ধর্ষিতা হয়েছেন বলে অভিযোগ করেছেন। এই মিথ্যে সাজানো অভিযোগ শোনা গিয়েছে বিজেপি নেতার মুখে। সেটাই এবার তুলে ধরা হয়েছে নির্বাচন কমিশনে।