দেশ

মাঝ আকাশে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানে আগুন

মাঝ আকাশে বিপত্তি। উড়ন্ত বিমানের একটি ইঞ্জিনে আগুন ধরে যায়। নজরে পড়তেই তড়িঘড়ি করে বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। হতাহতের খবর নেই। শনিবার রাত ১১টার পর ১৮৫ জন যাত্রীকে নিয়ে বেঙ্গালুরু থেকে বিমানটি কোচির উদ্দেশে রওনা দেয়। মাঝ আকাশে পৌঁছতেই একটি ইঞ্জিনে আগুন ধরে যায়। যাত্রীদের সতর্ক করেই কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। যাত্রী এবং ক্রু মেম্বারদের নিরাপদে বের করে আনা হয়। তাঁদের উদ্ধার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, অগ্নিকাণ্ডে কেউই আহত হননি। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।