রেমালের জেরে ৪৪টি ট্রেন বাতিল করল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। উত্তর-পূর্ব ভারত ও উত্তরবঙ্গের মধ্যে যোগাযোগ স্থাপনকারী ৪৪টি ট্রেন২৭মে থেকে ২৯ মে পর্যন্ত বাতিল করা হয়েছে। রবিবার অর্থাৎ, ২৬ মে রাত ১১টা ৩০ মিনিট নাগাদ উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে ট্রেন বাতিলের কথা ঘোষণা করা হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, রেমালের সতর্কতার জন্যই এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে। ২৭ থেকে ২৯ মে পর্যন্ত তিনদিন একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের পাঁচটি ডিভিশনের ৪৪টি ট্রেন বাতিল করা হয়েছে। আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশন, রঙিয়া রেলওয়ে ডিভিশন, কাটিহার রেলওয়ে ডিভিশন, লামডিং রেলওয়ে ডিভিশন এবং তিনশুকিয়া রেলওয়ে ডিভিশনের ট্রেন বাতিল করা হয়েছে। বিশেষ করে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ স্থাপনকারী ট্রেনগুলিকেই বাতিল করা হয়েছে।