কলকাতা

জোড়া ঘূর্ণাবর্তের ভ্রুকুটি কাটিয়ে শুক্রেই ফিরবে শরতের আকাশ

কলকাতা: দশমীর গভীর রাত থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গজুড়ে শুরু হয় তুমুল বর্ষণ। একাদশীর দিন সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি চলে। জলমগ্ন হয়ে পরে কলকাতার একাধিক এলাকা। বৃহস্পতিবারও কলকাতা সহ জেলার আকাশ মেঘলা। এদিনও দক্ষিণবঙ্গে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে।বুধবার আবহাওয়া দফতর জানায়, ওড়িশা ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আরও একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবেই দশমীর রাত থেকে আবহাওয়ার এমন পরিবর্তন হয়েছে। আগামী ২৪ ঘণ্টা রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। রয়েছে মাঝারি থেকে ভারি বৃষ্টির পূর্বাভাসও।যদিও বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সেই ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাব ধীরে ধীরে কমছে। শুক্রবার থেকে একটু উন্নত হবে আবহাওয়া। আবহাওয়া দফতর জানিয়েছে, এ বার ধীরে ধীরে বৃষ্টির তীব্রতা এবং বিস্তার উভয়ই কমে আসবে। শুক্রবার থেকে আবহাওয়া ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বর্ধমান, দুই দিনাজপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস বলেন, “উত্তর-দক্ষিণে বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার জন্য বুধবার এত বৃষ্টি হয়েছে। অক্ষরেখা সরে যাবে, ফলে বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমে আসবে। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে।” উল্লেখ্য, ষষ্ঠী থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। তবে নবমী থেকে আবহাওয়ার অবনতি হতে পারে বলে আলিপুর হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছিল। তাদের মতে, নবমী থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে, যা চলবে দশমী পর্যন্ত। তবে নবমী-দশমী সারাদিন বৃষ্টি না হলেও দশমীর রাত থেকে রাজ্যের বিভিন্ন অংশে শুরু হয় বৃষ্টি।