জেলা

‘কাঁথিতে জিতে গেছে তৃণমূল, অথচ বিজেপিকে জেতাতে দেওয়া হচ্ছে না সার্টিফিকেট’, অভিযোগ মুখ্যমন্ত্রীর

বিধানসভা ভোটের পর এবার লোকসভা ভোট। শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের কাঁথি কেন্দ্রে তৃণমূল প্রার্থী উত্তম বারিক জিতলেও তাঁকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় ফের সবুজ ঝড় এবং দেশজুড়ে বিজেপির অপ্রতিরোধ্য বিজয়রথে ‘লাগাম’ পরাতে পেরেছে বিরোধী শিবির। এই পরিস্থিতিতে মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”কাঁথিতে বিজেপি অবজারভার সার্টিফিকেট দিচ্ছে না। কাঁথিতে বিজেপি অবজারভার সার্টিফিকেট দিচ্ছে না। বাংলার মানুষকে অভিনন্দন জানাব। জোর করে হারানো হয়েছে। অবজারভাররা যদি রাজনীতি করেন, দরকার হলে আবার পুনর্গণনা হবে। তমলুকে যা করেছে, vvpat-এ পুনর্গণনা হলে ওটাও প্রমাণ হয়ে যাবে। কাঁথিতে জিতে যাওয়ার পরও অবজারভার কিছু পলিটিক্স করছে।” বাংলায় তৃণমূল শুধু ২০-র বেশি নয়, এগিয়ে রয়েছে ২৯টি আসনে। অন্য দিকে বিজেপি এগিয়ে রয়েছে ১২টিতে। এদিকে, গোটা দেশের নিরিখেও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে রয়েছে ২৯৪ আসনে, আর ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে ২৩২ আসনে, অন্যান্যরা এগিয়ে ১৭ আসনে। অর্থাৎ বিভিন্ন বুথফেরত সমীক্ষায় করা বাংলার ফলাফলের ভবিষ্যদ্বাণী যে মিলছে না, সে ব্যাপারে আর তেমন সন্দেহ নেই। মঙ্গলবার সেই ইঙ্গিত স্পষ্ট হতেই কালীঘাটে মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বসে বিশেষ বৈঠক। মমতা এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বৈঠক হয় বলে খবর। মমতার কথায়, ”অবজারভারকে কাজে লাগিয়ে যে কাজ করছে, তাঁর বদলা আমরা নেব রাজনীতিক ভাবে। আমি খুশি মোদিজি সিঙ্গল মেজরিটি পাইনি। ওঁর প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করা উচিত। যারা ওদের সঙ্গে গেছে, ওদের অত্যাচার কত চলবে, আমি জানি না। ইচ্ছা মতো পার্লামেন্টে আইন পাশ হবে না। অখিলেশ আমাকে এখনও বলেছে কয়েকটা সিটে সার্টিফিকেট দিচ্ছে না।”