দেশ

উত্তরকাশীতে পর্বতারোহণে গিয়ে মৃত ৯, নিখোঁজদের উদ্ধারে বায়ুসেনা

উত্তরাখণ্ডের উত্তরকাশীতে খারাপ আবহাওয়ার কারণে পাহাড়ে আটকে পড়লেন পর্বতারোহীরা ৷ ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৯ জনের ৷ বাকি ১০ জন পর্বতারোহীকে উদ্ধারের পর এয়ারলিফ্ট করে দেরাদুনে পাঠানো হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে উত্তরকাশী জেলার সহস্ত্রতাল ট্রেকিং রুটে ৷ আটকে পড়া বাকি পর্বতারোহীদের উদ্ধারের কাজে হাত লাগিয়েছে ভারতীয় বায়ুসেনা ৷ জানা গিয়েছে, ২২-সদস্যের দলকে ২৯ মে সহস্ত্রতালে পর্বতারোহণে অভিযানে গিয়েছিল। এই দলে কর্ণাটকের ১৮ জন, মহারাষ্ট্রের একজন এবং তিনজন স্থানীয় গাইড ছিলেন। ট্রেকিং দলটির ৭ জুনের মধ্যে ফেরার কথা ছিল। কিন্তু ৪ জুন মঙ্গলবার শেষ ক্যাম্প থেকে সহস্ত্রতালে পৌঁছনোর সময় খারাপ আবহাওয়ায় পথ হারিয়ে ফেলে দলটি। তদন্ত করে সংশ্লিষ্ট ট্রেকিং এজেন্সি গ্রুপের চার সদস্যের মৃত্যুর খবর দেয় । মঙ্গলবার ট্রেকে আটকে থাকা ১৩ জন সদস্যের তথ্য প্রকাশ্যে আসে । ঘটনার খবর পেয়ে বুধবার ৫ জুন সকালে কমান্ডার এসডিআরএফ মণিকান্ত মিশ্রের নির্দেশ অনুসারে, এসডিআরএফ-এর দু’টি হাই অ্যালটিটিউড রেসকিউ টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছিল । হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধারের জন্য দেরাদুন থেকে তিন সদস্যের একটি দল পাঠানো হয় । প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দিতে একটি দল মোতায়েন করা হয় । এরপরেই সকালে আরও পাঁচজন পর্বতারোহী মৃত অবস্থায় উদ্ধার করা হয় ৷ পাশাপাশি ১০ জন পর্বতারোহীকে এয়ারলিফ্ট করে দেরাদুনে নিয়ে আসা হয় ৷ তিনজন স্থানীয় গাইড এখন ঘটনাস্থলে আটকে রয়েছেন । তাঁদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন বায়ুসেনার কর্মীরা ৷