কলকাতা: বাঙালি মানেই উৎসব৷ আর উৎসবই মানেই লম্বা ছুটি৷ সরকারি অফিসগুলিতে দুর্গাপুজো থেকে একেবারে লক্ষ্মীপুজো পর্যন্ত টানা ছুটি৷ বাকি অফিসগুলির মতো অঙ্গনওয়ারি কেন্দ্রগুলিও বন্ধ থাকে৷ যেসব প্রসূতি মহিলা ও শিশুরা এই অঙ্গনওয়ারির উপর নির্ভরশীল তাদের খুবই অসুবিধা হয়৷তাই তাদের কথা ভেবে উৎসবের মরশুমে সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র খুলে রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ বিভিন্ন উৎসব উপলক্ষে লম্বা ছুটির সময় প্রসূতি মা ও শিশুরা যাতে পুষ্টিকর খাবার পাওয়া থেকে বঞ্চিত না হয় সে কারণেই এই সিদ্ধান্ত বলে রাজ্যের আইসিডিএস ডিরেক্টরেট এর তরফে জানানো হয়েছে৷চলতি মাসে উৎসবের দিনগুলিতেও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে স্বাভাবিক কাজ-কর্ম ও পুষ্টিকর খাদ্য বিলির কাজ যাতে চালু থাকে, এই জন্য চলবে বিশেষ নজরদারি৷ সদ্য শেষ হওয়া দুর্গাপুজো উপলক্ষে তিন দিন বন্ধ ছিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি৷ সপ্তমী, নবমী এবং দশমীর দিন অঙ্গনওয়াড়ি কর্মীদের ছুটি দেওয়া হয়েছিল৷অষ্টমীর দিন রবিবার থাকাতে এমনি অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ ছিল৷ তবে এরপর দীপাবলি ছট পুজো জগধাত্রী পুজা সহ গোটা অক্টোবর মাস জুড়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলা থাকবে বলে জানানো হয়েছে৷ চলতি মাসেই কালীপুজো, লক্ষ্মীপুজো, ভাইফোঁটা উপলক্ষ্যে বহু সরকারি অফিস ছুটি থাকবে৷ফলে ওই ছুটির দিনগুলিতেও যাতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু থাকে সেই বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশ পাঠানো হয়েছে৷ কেন্দ্রগুলির খোলা আছে কিনা তা দেখতে বিশেষ নজরদারি ও চালানো হবে৷ নির্দেশিকায় সাফ জানানো হয়েছে, উৎসবের দিনগুলিতে যাতে কোনওভাবেই প্রসূতি ও শিশুর পুষ্টিকর খাদ্য থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে হবে৷ সেই কারণেই উৎসবের দিনগুলিতে খোলা রাখতে হবে অঙ্গনওয়াড়ি কেন্দ্র৷