কলকাতা

কুয়েতের অগ্নিকাণ্ডে মর্মাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিবকে বড় নির্দেশ

কুয়েতে একটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত বেশ কয়েক জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তার মধ্যে মধ্যে ৪০ জনই ভারতীয় বলে খবর। সেই ঘটনায় শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের পরিবারের প্রতি সমবেদনাজ্ঞাপনের পাশাপাশি কুয়েতে থাকা বাংলার মানুষদের বিষয়ে খোঁজ নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মমতা। এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘কুয়েতের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে জেনে গভীরভাবে মর্মাহত, যাতে ইতিমধ্যেই ৪০ জনেরও বেশি প্রাণ গিয়েছে। শোকাহত পরিবারের প্রতি রইল আমার সমবেদনা। আমি কুয়েতে থাকা পশ্চিমবঙ্গের মানুষদের সুস্থতা সম্পর্কে জানতে এবং জরুরি ভিত্তিতে সমস্ত উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য আমার মুখ্য সচিব এবং দিল্লির আবাসিক কমিশনারকে বিদেশ মন্ত্রকের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখার নির্দেশ দিয়েছি।’ অন্যদিকে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকরও। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ভারতের দূতাবাসের তরফে সমস্ত সহায়তা প্রদান করা হবে।’ এই ঘটনায় ভারতীয় দূতাবাসের তরফে ইতিমধ্যেই হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। সেই নম্বরটি হল – +৯৬৫৬৫৫০৫২৪৬। সংশ্লিষ্ট সকলকে যেকোন রকম আপডেটের জন্য এই হেল্পলাইনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। দূতাবাস যথাসম্ভব সব ধরনের সহযোগিতা করবে।’