জেলা

হাওড়ায় ট্রেন বিকলে পরিষেবা ব্যহত

হাওড়া: আচমকাই বিকল মালগাড়ি৷ ব্যাহত ট্রেন চলাচল। শুক্রবার সকালে অফিস টাইমে মালগাড়ি বিকল হয়ে যাওয়ায় চরম ভোগান্তি পোহালেন দক্ষিণ-পূর্ব রেলের অফিস যাত্রীরা। হাওড়ার মৌড়িগ্রাম থেকে সাঁতরাগাছি পৌঁছাতে লোকাল ট্রেনের সময় লাগে কম বেশি ৩০মিনিট।একটি মালগাড়ি খারাপ হয়ে যাওয়ার ফলেই এই সমস্যা হয় বলে রেল সূত্রে জানা যায়। এদিন সকালে দক্ষিণ-পূর্ব রেলের সাঁতরাগাছি স্টেশনের কাছে একটি মালগাড়ি বিকল হয়ে যায়। অফিস টাইম হওয়ার ফলে সেই সময়ে একের পর এক লোকাল ট্রেন দাঁড়িয়ে পড়ে। শুরু হয় ভোগান্তি।সেই সমস্যার জেরে দীর্ঘক্ষণ মৌড়িগ্রাম থেকে সাঁতরাগাছি পৌঁছাতে অনেক সময় লাগে ডাউন লোকাল ট্রেনের। এই প্রসঙ্গে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ জানান, সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সাঁতরাগাছি স্টেশনের ডাউন লাইনে একটি মালগাড়ি বিকল হয়ে যায়। বেলা ১০টা নাগাদ নতুন ইঞ্জিন এলে মালগাড়িটি রওনা হয়।ডাউন উলুবেড়িয়া লোকালের যাত্রী রিঙ্কু বসু জানান, ট্রেনটি প্রায় সাড়ে ৯টা নাগাদ সাঁতরাগাছি স্টেশনে পৌঁছায়। অপরদিকে, ৩৮৮১২ ডাউন মেদিনীপুর হাওড়া লোকাল ট্রেনটির মৌড়িগ্রাম স্টেশন থেকে সাঁতরাগাছি স্টেশন পৌঁছাতে ২০ মিনিটের বেশি সময় লাগে বলে জানান ওই ট্রেনের আরেক যাত্রী আশিস দাস।