দেশ

নির্বাচন সামলাতে ত্রিপুরা থেকে আধাসেনার হরিয়ানা পাড়ি

 ত্রিপুরা: হরিয়ানায় বিধানসভা নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকবেন টিএসআর জওয়ানরাও৷ ত্রিপুরা থেকে ১০ কোম্পানি টিএসআর জওয়ান শুক্রবার হরিয়ানার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন৷কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুরোধে ত্রিপুরা সরকার জওয়ানদের হরিয়ানা পাঠাচ্ছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন, আগামী ২১ অক্টোবর হরিয়ানায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে৷ গণনা হবে ২৪ অক্টোবর৷ ফলে সেখানে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন শুরু হয়ে গিয়েছে৷ওই আধিকারিক বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সম্প্রতি ত্রিপুরা সরকারের কাছে এক চিঠি পাঠিয়ে ১০ কোম্পানি টিএসআর জওয়ান হরিয়ানায় পাঠানোর অনুরোধ জানিয়েছিল৷ সেই মোতাবেক আজ কমান্ডেন্ট নবদ্বীপ জমাতিয়া এবং বিপ্লব দেব ১০ কোম্পানি টিএসআর জওয়ান নিয়ে হরিয়ানার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন৷ তাঁরা ট্রেনে করে রওয়ানা হয়েছেন৷ ১০ কোম্পানি টিএসআর জওয়ান নির্বাচন প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর ত্রিপুরায় ফিরে আসবেন৷প্রসঙ্গত, ইতিপূর্বে একাধিকবার বহিঃরাজ্যে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ত্রিপুরা স্টেট রাইফেলস-র জওয়ানরা৷ নির্বাচন, কমনওয়েলথ গেমস-র নিরাপত্তায় অত্যন্ত পারদর্শীতার ছাপ রেখেছেন টিএসআর জওয়ানরা৷ বিহার, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীশগড়, দিল্লি, ঝাড়খন্ড এবং উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বিধানসভা এবং লোকসভা নির্বাচনে নিরাপত্তার দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছে টিএসআর জওয়ানরা৷শুধু তাই নয়, ত্রিপুরায় উগ্রপন্থী দমনে টিএসআর জওয়ানদের অবদান কখনই ভুলে যাওয়ার নয়৷ তাই টিএসআর জওয়ানদের ত্রিপুরার রত্ন হিসেবে তুলনা করা হয়, গর্বের সঙ্গে বলেন ওই আধিকারিক৷