কলকাতা

আইন মেনে কাজ করেননি বিচারক, নিজের চেম্বারে পুলিশ সুপারকে তলবের নির্দেশ খারিজ করল কলকাতা হাইকোর্ট

এজলাসে না ডেকে একটি জামিন সংক্রান্ত মামলায় নিজের চেম্বারে পুলিশ সুপার(SP)কে ডেকে পাঠিয়েছিলেন বিচারক। পরপর তিন বার তিনি এ নিয়ে পুলিশ সুপারকে তলব করেছিলেন। কিন্তু, প্রত্যেকবারই হাজিরা এড়িয়ে গিয়েছেন পুলিশ সুপার। তাঁর বক্তব্য বিচারকের এভাবে তলব করা এক্তিয়ার বহির্ভূত। শেষ পর্যন্ত বিচারকের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই পুলিশ সুপার। সেই সংক্রান্ত মামলায় বিচারকের সেই নির্দেশকে খারিজ করে দিল হাইকোর্ট। একইসঙ্গে বিচারক আইন মেনে কাজ করেননি বলে মন্তব্য করছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। জানা যাচ্ছে, ঘটনাটি মালদার চাঁচোল আদালতের। সেখানকার অতিরিক্ত দায়রা বিচারক মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবকে নিজের চেম্বারে ডেকে পাঠিয়েছিলেন। পুলিশ সুপারের অভিযোগ, এখতিয়ার বহির্ভূতভাবে তাঁকে তলব করা হয়েছে। তাঁর আইনজীবী এ বিষয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্র ঘোষের এজলাসের দৃষ্টি আকর্ষণ করলে তাতে সাড়া দেন বিচারপতি। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট বিচারকের নির্দেশ খারিজ করে দেয়।