দেশ

ভারত বাংলাদেশের জলবণ্টন চুক্তি নিয়ে রাজ্যের দাবিকে খারিজ করে পালটা বিবৃতি কেন্দ্রের

ভারত – বাংলাদেশ গঙ্গা জলবন্টন চুক্তি নিয়ে রাজ্যের সঙ্গে কথা বলা হয়নি, এই দাবি খারিজ করল কেন্দ্র। ২০২৩ সালের ২৪ জুলাই রাজ্যের থেকে প্রতিনিধি চাওয়া হয় ভারত বাংলাদেশ ১৯৯৬ সালের চুক্তি পুনর্নবীকরণের জন্য। ২০২৩ সালের ২৫ অগাস্ট রাজ্য সরকারের তরফে রাজ্যের সেচ ও জল সম্পদ দফরের ডিজাইন ও রিসার্চ বিভাগের চিফ ইঞ্জিনিয়ারকে প্রতিনিধি করে পাঠানো হয়। কেন্দ্রীয় সরকারের “India-Bangladesh Treaty of 1996 on Sharing of the Ganga/Ganges Waters at Farakka” এই কমিটির জন্য রাজ্য নাম পাঠায়। ২০২৪ সালের ৫ এপ্রিল রাজ্য সরকারের সেচ ও জলসম্পদ দফতর কেন্দ্রকে জানায় আগামী ৩০ বছরের জন্য ফারাক্কা ব্যারেজ নিয়ে কী পরিকল্পনা রয়েছে রাজ্যের। এমনটাই দাবি কেন্দ্রের। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন। রাজ্যের সঙ্গে কথা না বলা, রাজ্যের দাবীকে মান্যতা না দিয়েই কেন এই জলবন্টন চুক্তি বাংলাদেশের সঙ্গে পুনর্নবীকরণের পথে হাঁটছে, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। এ বার তা নিয়েই পাল্টা দাবি করল কেন্দ্র।