লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির নেতৃত্বে সংসদের বাইরে প্রতিবাদ ও বিক্ষোভ বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের সাংসদরা ৷ কেন্দ্রীয় সংস্থাগুলিকে বিরোধী দলগুলির বিরুদ্ধে অপব্যবহার করার অভিযোগে এই প্রতিবাদ বিরোধীদের ৷ বেশ কয়েকজন সাংসদকে হাতে প্ল্যাকার্ড হাতে দেখা গিয়েছে ৷ যেখানে লেখা ছিল, “বিরোধীদের চুপ করাতে এজেন্সির অপব্যবহার বন্ধ করা হোক ৷” সংসদ ভবনের মকর দুয়ারের বাইরে বিক্ষোভে রাহুল গান্ধি ছাড়াও, বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের অন্যান্য দলের নেতারাও ছিলেন ৷ এমনকি তৃণমূল ও আপের শীর্ষ স্থানীয় নেতাদেরও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে দেখা গিয়েছে ৷ বিজেপিকে নিশানা করে বিরোধী শিবিরের অভিযোগ, শাসকদলে গেলেই দুর্নীতির লাইসেন্স পাওয়া যায় ৷ এ সংক্রান্ত হিন্দিতে লেখা প্ল্যাকার্ডও দেখা যায় বিরোধীদের প্রতিবাদ মঞ্চে ৷ সেখান লেখা ছিল, “বিজেপিতে যাও দুর্নীতির লাইসেন্স পাও ৷” সংসদের বাইরে বিরোধীদের এই জমায়েতে কয়েকজন আপের সাংসদকে দেখা যায় অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে পোস্টার হাতে বিক্ষোভ দেখাতে ৷ কারাগারের পিছনে বন্দি কেজরিওয়ালের ছবি-সহ প্ল্যাকার্ড ছিল আপ সাংসদদের হাতে ৷ আম আদমি পার্টির তরফে এই বিক্ষোভে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা ৷ বিরোধীদের এই প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচিতে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়, কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান দিতে ৷ তাঁর সঙ্গে ছিলেন দমদমের সাংসদ সৌগত রায় ৷