কলকাতা

উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে তোপ, ‘না বলে জল ছাড়া যাবে না’ ডিভিসিকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নতে সাংবাদিক সম্মেলন মুখ্যমন্ত্রী বলেন, ‘গঙ্গার ভাঙন কেন্দ্রের দেখার কথা। ১০-১২ বছর ধরে দেখছে না। ফরাক্কায় ড্রেজিং করেনি। উত্তরবঙ্গে ধস নামলে সেনার উচিত খেয়াল রাখা। তাঁরাই সেখান দিয়ে যাতায়াত করেন। বাংলাদেশের সঙ্গে যখন চুক্তি হয় তখন কথা হয়েছিল রাজ্যের যাতে সমস্যা না হয় সেজন্য ড্রেজিং করা হবে।’ ডিভিসি প্রসঙ্গে মমতার বার্তা, ‘না বলে জল ছাড়া যাবে না। ডিভিসি কত জল ছাড়বে আমায় রোজ রিপোর্ট দিতে হবে।’ এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা-সিকিমের বর্ষা পরিস্থিতির কথা তুলে ধরে বলেন, উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা রয়েছে‌। মালদায় কয়েকটি পরিবারকে সরানো হয়েছে। ফারাক্কার আশেপাশে বহু এলাকা জলে ভেসে যায়। জলপাইগুড়ি, মাল ক্ষতিগ্রস্ত। তবে উত্তর ও দক্ষিণ, দুই দিনাজপুরের পরিস্থিতিই স্বাভাবিক বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী কথায়,  ‘আগে একটু বৃষ্টি হলেই দক্ষিণ দিনাজপুরে দেখতাম বালুরঘাট, গঙ্গারামপুর, কুসুমন্ডি, তপন এক কোমর করে জল জমে যেত। এখন আমাদের সরকার অনেক কাজ করেছে।‘ প্রশাসনকে সবরকমের প্রস্তুতি নিয়ে রাখতে বলেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার বন্যা পরিস্থিতি মোকাবিলায় কাজ করেছে বিস্তর, যা আগের সরকার করেনি বলে জানান তিনি।