দেশ

কেরলে ২দিন ধরে হাসপাতালের লিফটে আটকে রোগী, ৪৮ ঘণ্টা পর উদ্ধার

রুটিন চেকআপের জন্য হাসপাতালে গিয়ে দু’দিন লিফটেই আটকে থাকলেন রোগী। ৪৮ ঘণ্টা পর সোমবার লিফট খুলে তাঁকে উদ্ধার করা হয়েছে। আপাতত সুস্থ আছেন ৫৯ বছরের ওই প্রৌঢ়। সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে শনিবার। কেরলের এক সরকারি মেডিক্যাল কলেজে রুটিন চেকআপের জন্য গিয়েছিলেন উলুরের বাসিন্দা রবীন্দ্রন নায়ার। কলেজের ওপি ব্লকের ফার্স্ট ফ্লোরে যাচ্ছিলেন। কিন্তু প্রৌঢ়ের দাবি, লিফটটি ফার্স্ট ফ্লোরে যাওয়ার পরিবর্তে নিচে নেমে যায়। তারপরেই লিফট বন্ধ হয়ে যায়। বহু চেষ্টার পরেও লিফটের দরজা তিনি খুলতে পারেননি। প্রৌঢ় জানিয়েছেন, তাঁর ফোন সুইচ অফ হয়ে গিয়েছিল। সাহায্যের জন্য দীর্ঘক্ষণ চিৎকার করছিলেন। তা সত্ত্বেও দু’দিন ধরে কোনও সাড়া পাননি। সোমবার সকালে রুটিন কাজের জন্য লিফট অপারেটর আসেন। লিফট খুলতেই প্রৌঢ়কে মেঝেতে বসে থাকতে দেখেন। এদিকে রবিবার পর্যন্ত তাঁর কোনও খোঁজ না মেলায় নিখোঁজ ডায়েরি করেছিল পরিবার। কীভাবে প্রৌঢ় লিফটের মধ্যে আটকে পড়লেন, তা খতিয়ে দেখছে পুলিশ।