জেলা

‘ডিএ কোনও আইনি অধিকার নয়’, মহার্ঘ ভাতা নিয়ে মামলার পথ খোলা!

পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ নিয়ে সুপ্রিমকোর্টে মামলা চলছে। তবে মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা যায় বলে জানিয়েছেন কনফেডারেশন অফ স্টেট গর্ভনমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামল মিত্র। তিনি জানিয়েছেন, রোপা ২০২০-র নিয়মের ভিত্তিতে সেই মামলা দায়ের করা যায়। কেন তাঁরা মামলা করতে পারছেন না, সেই ব্যাখ্যাও দিয়েছেন কনফেডারেশনের সভাপতি। সুপ্রিমকোর্টে ডিএ মামলার শুনানির রেশ ধরে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশনের সভাপতি জানান, রোপা ২০২০-তে মহার্ঘ ভাতার কোনও উল্লেখ নেই। অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশন যে সময় কার্যকর থাকবে, সেইসময় ডিএ কোনও আইনি অধিকার হিসেবে বিবেচনা করা হবে না। আর সেই বিষয়টি নিয়েই মামলা দায়ের করার সুযোগ আছে বলে জানিয়েছেন তিনি। কিন্তু তাঁরা কেন করছেন না? সেই বিষয়টি নিয়ে কনফেডারেশন অফ স্টেট গর্ভনমেন্ট এমপ্লয়িজের সভাপতি জানিয়েছেন, তাঁদের সংগঠন যেহেতু ইতিমধ্যে একটি ডিএ মামলায় যুক্ত আছে, তাই সেই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মহার্ঘ ভাতা নিয়ে অপর কোনও মামলা দায়ের করতে পারে না। সেজন্যই তাঁদের সংগঠন ষষ্ঠ বেতন কমিশন নিয়ে মামলা দায়ের করতে পারছে না বলে জানিয়েছেন কনফেডারেশনের সভাপতি।