দেশ

হোটেল-রেস্তরাঁ থেকে শুরু করে ফুটপাতের দোকানেও বাড়ির LPG সিলিন্ডার, আটকাতে আধারে বায়োমেট্রিক যোগ

হোটেল-রেস্তরাঁ থেকে শুরু করে ফুটপাতের রোল-চাইমিনের দোকান। দীর্ঘদিন ধরেই যত্রতত্র আম-জনতার রান্না ঘরের এলপিজি সিলিন্ডার দেদার ব্যবহারের রয়েছে অভিযোগ। যা নিয়ে এবার কড়া পদক্ষেপ করল কেন্দ্র। সাধারণ গ্রাহকদের আধার নম্বর ও বায়োমেট্রিক যুক্ত করার কাজ শুরু করেছে পেট্রোলিয়াম মন্ত্রক। সব তথ্য হাতে এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্র মারফৎ মিলেছে খবর।পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, বর্তমানে ভর্তুকি প্রাপ্ত উপভোক্তাদের এলপিজি সংযোগের সঙ্গে আধার নম্বর সংযুক্ত রয়েছে। সেই রান্নার গ্যাস কোথায়, কী ভাবে ব্যবহার হচ্ছে, এবার তা জানতে বায়োমেট্রিক যুক্ত করা হচ্ছে। গ্রাহকদের এই তথ্য হাতে চলে এলে প্রযুক্তিকে কাজে লাগিয়ে সেটা জানা অনেক সহজ হবে।কিন্তু যে উপভোক্তারা রান্নার গ্যাসে ভর্তুকি পান না বা ছেড়ে দিয়েছেন, তাঁদের ক্ষেত্রে এই বায়োমেট্রিক তথ্য দেওয়া বাধ্যতামূলক নয়। তবে এক্ষেত্রে এলপিজি ডিস্ট্রিবিউটারকে ‘গিভ আপ’ ফর্ম পূরণ করে, গ্রাহককে তা জানাতে হবে।