দেশ

সোমবার থেকে জম্মু–কাশ্মীরে চালু হবে পোস্ট পেইড মোবাইল পরিষেবা

২ মাস পর আগামী সোমবার উপত্যকায় পুরোপুরি চালু হয়ে যাবে পোস্টপেইড মোবাইল সংযোগও। শনিবার এই ঘোষণা করলেন কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিব রোহিত কনসল। এদিন তিনি সাংবাদিকদের বললেন, ‘‌পরিস্থিতি খতিয়ে দেখেই জম্মু–কাশ্মীরের বাকি অংশে মোবাইল সংযোগ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব টেলিকম অপারেটরদের সব পোস্টপেইড পরিষেবা সোমবার ১৪ অক্টোবর বেলা ১২টা থেকে চালু হয়ে যাবে। কাশ্মীর প্রদেশের ১০টা জেলাতেই এটা চালু হবে।’‌ যোগাযোগ পরিষেবা স্থগিত রাখার ব্যাপারে কনসলের সাফাই, উগ্রপন্থীরা যাতে কোনওভাবে প্রাণহানি ঘটাতে না পারে সেজন্যই নিরাপত্তার খাতিরে এই পদক্ষেপ করেছিল প্রশাসন।   ফাইল চিত্র।