কলকাতা

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানি মামলা তদন্তে রাজভবনেরই কমিটি, ‘ক্লিনচিট’ পেলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস

 শ্লীলতাহানির অভিযোগে ‘ক্লিনচিট’ পেলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাও আবার রাজভবনেরই তৈরি তদন্ত কমিটির রিপোর্টে! জানা গিয়েছে, রাজভবনের মহিলা কর্মীর তোলা শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে রাজভবনের তৈরি তদন্ত কমিটি মোট ৮ জন সাক্ষীর বয়ান নিয়েছে। আর তার ভিত্তিতেই অভিযোগ খণ্ডন করা হয়েছে। যা নিয়ে রাজনৈতিক স্তরে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়ে গিয়েছে। উঠছে বহু প্রশ্নও। আর আনন্দ বোসকে ক্লিনচিট দেওয়া কমিটিকে কটাক্ষ করে শাসকদল তৃণমূল বলছে, ‘এসব আবর্জনা’। মাস দুই আগে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ দায়ের করেছিলেন হেয়ার স্ট্রিট থানায়। অভিযোগ ছিল, কাজের নামে নিজের ঘরে ডেকে তাঁর সঙ্গে অশালীন আচরণ করেছেন সি ভি আনন্দ বোস তার ভিত্তিতে রাজভবনের কর্মীদের সাক্ষ্যগ্রহণের জন্য তলব করেছিল পুলিশ। কিন্তু নির্দেশানুসারে সেই তলবে সাড়া দেননি কেউ।